ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এলএনজিতে চট্টগ্রামে বেড়েছে শিল্প উৎপাদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এলএনজি সরবরাহের কারণে প্রাণ ফিরে পেতে শুরু করেছে চট্টগ্রামের শিল্প-কলকারখান। বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন, তরল এই প্রকৃতিক গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে শিল্প বিনিয়োগ আরো বাড়বে, কমবে ভোগান্তি।

বন্দর নগরী চট্টগ্রামে গ্যাসের চাহিদা প্রতিদিন প্রায় ৪৭০ মিলিয়ন ঘনফুট। বিপুল পরিমাণ এই চাহিদার বিপরীতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-কেজিডিসিএল সরবরাহ করতো গড়ে দৈনিক ২৭০ থেকে ৩০০মিলিয়ন ঘন ফুট। পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকায় বন্ধ হয়ে যায় গ্যাস নির্ভর বিভিন্ন শিল্প কলকারখানাসহ বিভিন্ন বিদ্যুত কেন্দ্র। আগ্রহ হারিয়ে ফেলে দেশী বিদেশী বিনিয়োগকারীরা। সংকট মোকাবেলায় শুরু হয় এলএনজি আমদানী। গত ১৮ই আগস্ট থেকে শুরু হয়েছে  পাইপলাইনে গ্যাস সরবরাহ। গড়ে প্রতিদিন সরবাহ করা হচ্ছে প্রায় তিনশ’ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এলএনজি আমদানীর ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবাহ করা যাচ্ছে বলে জানিয়েছেন কেজিডিসিএল কর্মকর্তারা। বাড়তি গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি