ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

এলপিজি রপ্তানী করলে দেশ আর্থিকভাবে লাভবান হবে : নসরুল হামিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ১১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের চাহিদার অতিরিক্ত তরল গ্যাস (এলপিজি) বাণিজ্যিকভাবে রপ্তানী করা হলে দেশ আর্থিকভাবে লাভবান হবে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য খঃ মমতা হেনা লাভলীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি বেসরকারি খাত মিলিয়ে দেশে এলপিজি উৎপাদনের পরিমান প্রায় ৭.২ লাখ মেট্রিক টন। ২০০৯ সালে যা ছিল প্রায় ৬৫ হাজার মেট্রিক টন।

তিনি জানান, বর্তমানে ২৪টি প্রতিষ্ঠান দেশে এলপিজি আমদানি, বোতলজাত ও বাজারজাত করছে এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান শিগগিরই উপাদন প্রক্রিয়ায় যুক্ত হবে।

নসরুল হামিদ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো (জেটি, এলপিজি মজুদ ও বোতলজাতকরণ ক্ষমতা) বিবেচনায় এলপিজি উৎপাদনের সক্ষমতা বর্তমানে দেশের চাহিদা/উৎপাদন এলপিজি’র পরিমানের চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, এই বর্ধিত উৎপাদন ক্ষমতা ব্যবহার করে এলপিজি উৎপাদন ও দেশের চাহিদার অতিরিক্ত এলপিজি বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানী করা হলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। 

এ ছাড়া আমদানি শুল্ক, মূল্য সংযোজন ও এআইটি হিসেবে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং পরিবহনসহ এলপিজি ব্যবসায় বিপুল জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি