ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারের সংলাপ ইতিবাচক : মার্শা বার্নিকাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:৪২, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারের সংলাপ ইতিবাচক ফল আনবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র এমনটায় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে  তিনি একথা বলেন।

মার্শা বার্নিকাট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী খুব স্পষ্ট করেই বলেছেন, তাঁরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চান। সুষ্ঠু  নির্বাচনের জন্য ঐক্যফন্টের সঙ্গে সংলাপ ইতিবাচক।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব আইন নির্বাচন কমিশনের হাতে রয়েছে। কমিশনকে সেই আইন অনুযায়ী দায়িত্ব পালনে সক্ষম হতে হবে। সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য সরকারকে দায়িত্ব পালন করতে হবে। জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

 টিআর/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি