ঐক্যবদ্ধ থাকাটাই হবে বড় আন্দোলন: ড. কামাল
প্রকাশিত : ২০:২৮, ২ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:২৯, ২ নভেম্বর ২০১৮

ঐক্যবদ্ধভাবে থাকাটাই হবে বড় আন্দোলন বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন। একইসঙ্গে জ্বালাও-পোড়াও কোনো আন্দেলন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার রাজধানীর ইডেন কমপ্লেক্সে গণফোরাম আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে স্বরণসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে কখনো আন্দোলন সফল হতে পারে না, ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে আন্দোলন।
ঐক্যফ্রন্টের দাবি পূরণে প্রয়োজনে আরও সংলাপ হতে পারে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, জনগণের ঐক্য গড়ে উঠেছে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের ওপর ভিত্তি করে। রাজনৈতিকভাবে ঐক্য থাকলে সাংবিধানিক অধিকার ভোগ করা যায়।
তিনি বলেন, যারা দেশের মালিককে অস্বস্তিতে রাখতে চায়, তার বিরুদ্ধে ঐক্য থাকলে সেই শাসকদের অবস্থা খারাপ হয়। এসময় সরকারকে উদ্দেশ করে বলেন, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা একটি সরকারের সাংবিধানিক দায়িত্ব।
টিআর/
আরও পড়ুন