ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত : ১০:৫৯, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৫৯, ১৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Sheikh Mujibঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এর পর পরই দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জাতিরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বরাবরের মতোই তারা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি