ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঐতিহ্য অনুযায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে না ঢাবিতে : সিনহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৩ আগস্ট ২০১৭

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য অনুযায়ী বর্তমানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

বৃহস্পতিবার ঢাবি দর্শন বিভাগের শিক্ষক তোফায়েল আহমদের নিয়োগের বৈধতা সম্পর্কিত এক রিটের শুনানিকালে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক পদে খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর আনোয়ার, আইনজীবী এম এম জি সারোয়ার।

প্রসঙ্গত, বিজ্ঞপ্তির শর্ত পূরণ না হওয়ায় গত ২৫ জুলাই হাইকোর্ট তোফায়েলের নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এই রায় স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করে, যা গত ৩১ জুলাই চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি