ঐশী রহমানের আপিলের রায় আগামীকাল
প্রকাশিত : ১৩:০৮, ৪ জুন ২০১৭

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের মেয়ে ঐশী রহমানের আপিলের ওপর আগামীকাল রায় দেবে হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। এর আগে, গত ৭ মে মৃত্যুদন্ডপ্রাপ্ত ঐশী রহমানের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে আদালত। মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে ওই দম্পতির মেয়ে ঐশী রহমানকে ২০১৫ সালের ১২ নভেম্বর ফাঁসির আদেশ দেয় আদালত। অপর এক আসামীকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস দেয়া হয় মামলার অন্য আসামি ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনিকে। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন