ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ওপারে জ্যোতির ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আবারও তিনি কলকাতার নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রটির নাম ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘শ্রীকান্ত’ নিয়েই রাজলক্ষ্মী ও শ্রীকান্ত নামে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এটি পরিচালনা করছেন।
জ্যোতি বলেন, ‘এটি শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে হলেও তা নির্মাণ হচ্ছে একেবারে নতুন আঙ্গিকে। পুরোই আধুনিক। এই সময়ের রাজলক্ষ্মী-শ্রীকান্তকে নিয়ে নির্মাণ হবে এটি।’
এই সিনেমাতে অভিনয়ের জন্য বেশ কিছুদিন কলকাতা গিয়ে নাচ ও ভাষা রপ্ত করে এসেছেন জ্যোতি। যদিও এতদিন সিনেমাটির নাম নিয়ে এক ধরনের রহস্যই তৈরি করছিলেন নায়িকা ও পরিচালক। এবার তা প্রকাশ্যে আনলেন তারা।
জানা গেছে, শরৎচন্দ্রের আরেক বিখ্যাত চলচ্চিত্র দেবদাসের গল্পকে আমুল পাল্টে এই সময়ের গল্প বানিয়ে ফেলেছিলেন পরিচালক অনুরাগ ক্যাশপ। এবারও সেই একইরকম কাজ করছেন পরিচালক প্রদীপ্ত। খুব শিগগিরই নতুন এই সিনেমাটির শুটিং শুরু হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি