ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ওয়ার্ল্ড রোবোটিক চ্যাম্পিয়নশিপ এ ‘টিম অ্যাটলাস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ১৭ আগস্ট ২০২২

অল ইন্ডিয়া কাউন্সিল ফর রোবোটিক্স অ্যান্ড অটোমেশন এবং ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায়, টেকনোক্সিয়ান ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতাটি ২১ থেকে ২৩ আগস্ট ভারতের নিউ দিল্লির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ বছর টেকনোক্সিয়ান বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য টিম অ্যাটলাসকে আমন্ত্রণ জানানো হয়। টিম অ্যাটলাস দুটি ভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করবে যেমন- রোবো রেস চ্যালেঞ্জের পাশাপাশি ফাস্টেস্ট লাইন ফলোয়ার।

বুধবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ‘টিম অ্যাটলাস’। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে ওয়ার্ল্ড রোবোটিক্স চাম্পিয়নশিপ এ টিম অ্যাটলাস প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক দল হিসেবে অংশগ্রহণ করে এবং আমাদের ডিজাইন করা রোবটটি বাংলাদেশকে ১৩তম স্থানে নিয়ে আসতে সক্ষম হয়। 

আমরা ২৫০টিরও বেশি দলের সাথে কাজ করে সেই জায়গাটি আনতে পেরেছি। এবারের প্রতিযোগিতায় অ্যাটলাস নতুন বিশ্ব রোবোটিক্স চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দিকে নজর দিচ্ছে। রোবটগুলির জন্য নতুন আপডেট করা বৈশিষ্ট্যগুলি নিয়ে টিম অ্যাটলাস এই প্রতিযোগিতায় একটি ভাল অবস্থান পাওয়ার আশা করছে।

দলের সদস্যরা হলেন- সানি জুবায়ের, মীর তানজিদ আহমেদ, মীর সাজিদ হাসান, মাহতাব নেওয়াজ, সিফাত তন্ময়, কাজী মোঃ মুহাইমিন-উল-ইসলাম মাহি, এস.এম. তৌফিকুনবি, ওয়ালিউল ইসলাম নোহান, মোঃ ফাহিম শাহরিয়ার, মোঃ তামজিদ মাহমুদ তালিব, রেজা আবদুল্লাহ, মোঃ আধাম ওয়াহিদ, মীর সাদিয়া আফরিন। 

ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২ এ টিম অ্যাটলাসের তত্বাবধানে রয়েছে: ভেনাস আইটি লিমিটেড, স্ট্রাটেজিক ও কমিউনিকেশনস পার্টনার: লুমেক্সথ্রিসিক্সটি, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- এশিয়ান টেলিভিশন, রেডিওটুডে, বাংলানিউজটুয়েন্টিফোর।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি