কক্সবাজার উপকূলে ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে
প্রকাশিত : ১৭:৪৯, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৮:৩০, ২৯ মে ২০১৭

ঘূর্ণিঝড় মোরার কারণে কক্সবাজার উপকূলে ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। কক্সবাজার উপকূল থেকে ৪শ’ ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মোরা’। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, সার্বিক প্রস্তুতির জন্য দুর্যোগ বিষয়ক কমিটির বিশেষ সভা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সভায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। এরই মধ্যে সতর্ক করা হয়েছে উপকূলবাসীকে।
আরও পড়ুন