ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কক্সবাজারে সোলার পাওয়ার প্লান্টের নির্মাণকাজের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৮:১০, ১০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে দেশের বৃহত্তম সোলার পাওয়ার প্লান্টের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
টেকনাফের নাফ নদীর তীরে একশ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে এই সোলার পাওয়ার প্লান্ট। আগামী বছরের ফেব্র“য়ারির মধ্যে জাতীয় গ্রিডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য ঠিক করেছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেড। এটি বাস্তবায়ন হলে টেকনাফ ও উখিয়ার বিদ্যুৎ চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে । সোলারপার্ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলস পাওয়ার লিমিটেডের এমডি নোহেল লতিফ খান।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি