ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কক্সবাজারের সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২৬ মে ২০১৭ | আপডেট: ১৮:৪৫, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষে এনামুল হক নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আইয়ুব আলী ও জোনাব আলীর সন্ত্রাসী গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ’সময় এনামুল হক নিহত হন। এনামুলের বাড়ি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ার গ্রামে। এদিকে, কক্সবাজারের চকরিয়া থেকে ৩টি অস্ত্র এবং ৮ রাউন্ড গুলিসহ মোক্তার আহমদ নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব- ৭। পরে মোক্তার আলীকে চকরিয়া থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি