ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কঠোর গোপনীয়তায় সিনহার বইয়ের মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:০৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে বহুল আলোচিত ওই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়। তবে নজিরবিহীন গোপনীয়তায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক বিচারপতি এসকে সিনহার বইয়ের নাম ‘ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’। এই বই প্রকাশের আগে তিনি যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। যেখানে বেশ কিছু বিতর্কিত বিষয় উঠে আসে। পরে যা নিয়ে বিতর্ক শুরু হয়।

সাক্ষাৎকারে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন সিনহা। তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন বহুল আলোচিত এই বিচারপতি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল আমন্ত্রিত অতিথিরা। অতিথির সংখ্যাও ছিল হাতেগোনা। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।

এদিকে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের খবর পেয়ে বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলেও আমন্ত্রণপত্র না থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারেননি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি