‘কপালে খারাপ আছে সবার মনে রাইখেন’পুলিশকে ইনু
প্রকাশিত : ২২:৫৭, ২৭ অক্টোবর ২০২৫
প্রিজন ভ্যানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় প্রিজন ভ্যানে এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়েরকৃত দুদকের একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। এ জন্য সকাল ৯টা ১৮ মিনিটের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। তবে এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আগামী ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। পরে দুপুর ১২টার দিকে কারাগারের উদ্দেশে নেওয়ার জন্য হাজতখানা থেকে হাসানুল হক ইনুকে বের করা হয়।
আদালত থেকে কারাগারের উদ্দেশে নেওয়ার সময় ইনুকে পুলিশ তাড়াহুড়ো করে বের করতে চাইলে তিনি বলেন,‘ধাক্কান কেন?’ তখন পুলিশ সদস্য বলেন, ‘ধাক্কাচ্ছি না।’ পরে তাকে আস্তে আস্তে প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়।
এরপর প্রিজন ভ্যানের সামনের অংশে পৌঁছে দাঁড়িয়ে থাকেন ইনু। তখন পুলিশ সদস্য তাকে বলেন, ‘বসতে হবে।’ হাসানুল হক ইনু বলেন, ‘কর্তৃপক্ষ কী বলেছেন, দাঁড়িয়ে যেতে পারব না?’ এ সময় পুলিশ সদস্য বলেন, ‘হ্যাঁ, দাঁড়িয়ে যেতে পারবেন না।’ তখন ইনু বলেন, ‘আপনি অর্ডার দেখান। খামাখা সিনক্রিয়েট করছেন কেন?’ পুলিশ সদস্য বলেন, ‘আমাদের অর্ডার আছে। আবারও তিনি বলেন, ‘অর্ডার দেখান।’‘কপালে খারাপ আছে সবার মনে রাইখেন।’
পরে পুলিশ সদস্য চলে যান। তখন প্রিজন ভ্যানে রড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এ সময় গাড়ি চলন্ত অবস্থায় ছিল।
এমআর//
আরও পড়ুন










