ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনা থেকে বাঁচতে সালমানের পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ৫ মার্চ ২০২০

গোটা বিশ্ব কাঁপছে করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে। চীনের পর ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের নামও। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে ২৯ জন করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে ভক্তদের নয়া উপায় বাতলে দিলেন সালমান খান।

তিনি বলেন, বিশ্ব জুড়ে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে অপরের সঙ্গে হাত মেলাবেন না। একে অন্যকে নমস্কার জানান। শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতিতে নমস্কার এবং সেলাম জানানোর রীতি রয়েছে। এখানে হাত মেলানোর কোনও রীতি নেই। তাই ওই রীতি মানার কোনও যুক্তিও নেই। করোনা সংক্রমণ রোধ করার পর তবেই একে অন্যের সঙ্গে হাত মেলান বলেও সাবধান করেন সালমান খান।

তবে শুধু সালমান নন, এর আগে অনুপম খেরও সেই একই বার্তা দেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা জানান, করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বর্তমানে হাতে হাত মেলানো নয়, নমস্কার জানিয়ে একে অন্যকে অভিবাদন জানান।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি