ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

করোনা থেকে মুক্ত হলেন আরও ৬ পুলিশ সদস্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ২০ জুন ২০২০

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ৬ পুলিশ সদস্য করোনা থেকে বেঁচে ফিরেছেন। আজ শনিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম পুনরুদ্ধার হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবির, দামুড়হুদা সার্কেলের সিনিয়র এএসপি আবু রাসেল ও সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান উপস্থিত ছিলেন। 

গত ৫ জুন এই পুলিশ সদস্যদের করোনা পজেটিভ হলে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। গত ১৩ ও ১৭ জুন দুই দফা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। আক্রান্তদের সকলেই দর্শনা থানার সদস্য। 

ছয় পুলিশ সদস্য হলেন, সাইফুল ইসলাম , শরিফুল ইসলাম , আলাউদ্দিন , মাহমুদুল , সোয়াত ও জাকির হোসেন। জেলায় এখন পর্যন্ত ২৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি