ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

করোনাকালে কৃষিতে অবদানের জন্য ১৪ জনকে সম্মাননা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারের শ্রীমগল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনাকালে কৃষি বিপ্লবে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পর্যায়ের ৬ কর্মকর্তা ও ৮ জন কৃষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় শহরের সাগরদিঘি রোডস্থ উপজেলা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন। 

এ সময় করোনাকালে কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল, লাল তীর এর সিলেট বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব সদস্যরা। 

একইসঙ্গে কৃষি বিপ্লবে অগ্রসৈনিক হিসেবে মাঠে কাজ করা কৃষক মো. আব্দুল মজিদ, শিপন মিয়া, মোহাম্মদ আলী, নাজমুল হাসান, আহসান হাবীব, শরিফ উদ্দিন ও মো. আলী হোসেনসহ ৮ জনের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। 

লাল তীর সীডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা ছাড়াও নতুন করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয় মৌসুমী সবজির বীজ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। সবজি পছন্দ করে না এমন মানুষ খুব কম। সবজি উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে। কৃষি থাকলে বাংলাদেশ থাকবে কারণ বাংলাদেশ কৃষিবান্ধব দেশ।’

কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বলেন, ‘এই সাফল্য কৃষকদের। আমি কৃষিকে মনে প্রাণে ভালোবাসি, অফিসের ছাদেও কৃষি চাষ করেছি। কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যার যতটুকু জমি আছে ততটুকু জমিতে সবজি চাষ করবেন। কৃষি এমন একটা বিষয় সেটা একটা নেশা, একবার যদি কেউ চাষ করে তাহলে সেটা আর ছাড়তে পারে না। আমাদের কৃষকরা এখন অনেক সবজি চাষ করে। তারা অনেকে লাভবান হয়েছেন।’ 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি