ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

করোনায় আতঙ্ক নয়, সচেতন হোন

ডা. আয়েশা আক্তার

প্রকাশিত : ১১:৪২, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১৪:৪১, ২৮ এপ্রিল ২০২১

করোনায় একের পর এক মৃত্যু এবং সংক্রমণের ঘটনা শুনে দেশবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সামান্য সর্দি-কাশি কিংবা ক্লান্তবোধ অনুভব করলেই কোভিড-১৯ হয়েছে ভেবে দিশেহারা হয়ে পড়ছেন তারা। মৃত্যু সন্নিকটে ভেবে অনেকেই দুশ্চিন্তায় গা ভাসাচ্ছেন। ঘুমের মধ্যেও করোনা আতঙ্ক ঘিরে ধরছে সবাইকে। দম বন্ধ হয়ে যাওয়ার ভাবকে শ্বাসকষ্ট হিসেবে ভাবছেন আবার অনেকেই। 

আতঙ্কিত না হয়ে বরং সুরক্ষার মাধ্যমে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য ভয় না পেয়ে ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখুন।

সংক্রমণ প্রতিরোধে :
• আপনার হাত পরিষ্কার করুন সাবান এবং পানি বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করুন।
• কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
• দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক ব্যবহার করুন।
• আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।
• কাশি বা হাঁচির সময় আপনার নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে কভার করুন।
• অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন।
• জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিন।
আগে থেকে কল করে নিলে আপনার স্বাস্থ্যসেবা সরবরাহকারী দ্রুত আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত যথাযথ সুবিধা দিতে পারবে। এর ফলে আপনি সুরক্ষিত থাকবেন এবং ভাইরাস ও অন্যান্য সংক্রামকের সংক্রমণ প্রতিরোধ করবে।

মাস্ক ব্যবহার
মাস্ক ব্যবহার করলে, তা মাস্ক পরা ব্যক্তির থেকে অন্যদের কাছে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে। শুধু মাস্ক ব্যবহার করলেই করোনা সংক্রমণ প্রতিরোধ করা যাবে না। এর পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুতে হবে। আপনার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রদত্ত পরামর্শ মেনে চলুন।

জনসভা এড়িয়ে চলতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এর কবলে পড়ে মৃত্যুও পর্যন্ত হতে পারে। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে :
- সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। বিশেষ করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
- পর্যাপ্ত পরিমানে পানি পান করুন।
- সবুজ শাক সবজিতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এর মধ্যে যেগুলিতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, মিনারেল ও ফাইবার রয়েছে সেই সকল শাক-সবজি খাওয়া উপকারী।
- টক জাতীয় ফল যেমন লেবু, কমলা এই সব বেশি করে খান।
- রসুনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠান্ডা লাগা ও ইনফেকশেন দূর করতে খুবই উপকারী
-  প্রতিদিন এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন।
- প্রতিদিন হাল্কা বায়াম করুন।
- ঘরে আলো বাতাস চলাচল করতে পারে এমন পরিবেশ তৈরি করুন।

লেখক : সহকারী পরিচালক, টিবি হাসপাতাল, শ্যামলি ঢাকা
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি