ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

করোনায় মারা গেলেন চলচ্চিত্র প্রযোজক মোজাম্মেল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২ জুন ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চলচ্চিত্র প্রযোজক হাজি মোজাম্মেল হক সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ খবর নিশ্চিত করেছেন।

চারদিন আগে ৫৫ বছর বয়সি হাজি মোজাম্মেল হক সরকারের করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই রাতে তার মৃত্যু হয়।

খসরু বলেন, ‘করোনা ভাইরাসে এই প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট কারো মৃত্যু হলো। তার মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি।’

উল্লেখ্য, মোজাম্মেল হক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য ছিলেন। নিজের মালিকানায় মেসার্স ভাওয়াল পিকচার্সের ব্যানারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

তার প্রযোজিত শেষ সিনেমা শাকিব খান-অপু বিশ্বাস জুটির চলচ্চিত্র ‘পাংকু জামাই’ মুক্তি পায় ২০১৮ সালে।

মোজাম্মেল হক সরকারের মরদেহ তার গ্রামের বাড়ি গাজীপুরে নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মেনে মঙ্গলবার সেখানে তার দাফন হবে বলে জানান খসরু।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি