ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কলারোয়ায় এসকেএস’র পুষ্টি বিষয়ক কর্মশালা

প্রকাশিত : ২০:১০, ৮ এপ্রিল ২০১৯

কলারোয়ায় পুষ্টি বিষয়ক সুশাসন এবং শিশুর খর্বাকৃতরোধে উদ্বদ্ধকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ কর্মশালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্প, এসকেএস ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনের ও মাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আর এস সেলিম শাহনেওয়াজ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন, উত্তরণের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান, ওয়াশ সাতক্ষীরার গভর্নেন্স ক্যাপাসিটি বিল্ডিং অফিসার শহিদুল ইসলাম, এসকেএস এর ইউনিয়ন ফ্যাসিলিটেটর আনিছুর রহমান, তুষার পারভেজ, অফিস সহকারী খোকন মিয়া।

এছাড়া কর্মশালায় আশুরা খাতুন, মনোয়ারা বেগম, নজরুল ইসলাম, চম্পা আক্তার, মনিরা সুলতানা, রেশমা বেগম, হেলারনী, ফতেমা খাতুন, লিলিমা মন্ডল, দেবাশীষ ২৫জন ইউনিয়ন হেলথ প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি