ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘কল্যাণমূলক কাজে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে’

প্রকাশিত : ১৩:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

যার যার অবস্থান থেকে সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকে সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, রোটারিয়ানদের মানবতার পথে আরও এগিয়ে আসতে হবে।

গতকাল শুক্রবার সকালে মহানগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ এর বার্ষিক কনফারেন্স ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একজন সাবেক রোটারিয়ান হিসেবে আমি গর্বিত। রোটারি ক্লাবের সদস্যরা দেশের দারিদ্র্যবিমোচনসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখে আদর্শে পরিণত হয়েছেন।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে দেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডিস্ট্রিক্ট গভর্নর আ ফ ম আলমগীর এফসিএ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি