ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ১৮ যাত্রী নিয়ে ডুবল স্পিডবোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৩ আগস্ট ২০১৯

তীব্র স্রোতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে দ্বীন ইসলাম হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাঝপদ্মায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বৈরি আবহাওয়ার কারণে পদ্মায় নৌ চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, মঙ্গলবার সকালে শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। স্পিডবোটটি মাঝ পদ্মায় এলে ঢেউয়ের ধাক্কায় উল্টে গেরে ঘাট থেকে অন্য স্পিডবোট গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাদেরুল ইসলাম জানান, নদীতে এখন প্রচণ্ড বাতাস আর বৃষ্টি হচ্ছে। দুর্ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি