ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কাঁসা শিল্পের ঐতিহ্য ধরে রেখেছেন চাপাইয়ের কারিগররা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:১৪, ২২ অক্টোবর ২০১৮

কাঁসা শিল্পের ঐতিহ্য টিকিয়ে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জে কারিগররা। একসময় পাচারের কারণে বিলুপ্ত হতে বসা কাঁসার সুদিন ফিরতে শুরু করেছে। এখন পাচার বন্ধ। তাই কাঁসা কারিগররাও মনোযোগ বাড়িয়েছেন কাজে। চলছে, নিত্য প্রয়োজনীয় কাসার বাসনপত্র তৈরি। ব্যবসায়ীরা মনে করেন, সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী এ শিল্পে আবারো খুলবে সম্ভাবনার দ্বার।

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী, আজাইপুর, আরামবাগ, বটতলাহাট ও সোনারমোড় এলাকার একসময় দিনভর চলতো কাঁসা কারিগরদের হাতুরি পেটা টুং-টাং শব্দ।

৯০’এর দশকে ব্যাপকহারে ভারতে পাচার হয়ে যাওয়ার কারণে, প্রায় বিলুপ্ত হতে বসেছিল এ শিল্প। বর্তমানে পাচার নিয়ন্ত্রণ হওয়ায়, আবারো আশার আলো দেখতে শুরু করেছে কাঁসা শিল্প।

বাদ-দাপার আদি পেশায় ফের মন দিয়েছেন কারিগররা। কাঁচামাল আগুনে পুড়িয়ে গলানোর পর তৈরী হচ্ছে কাঁসার থালা, বাটি, কলস, জগ, বদনা, কড়াইসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী।

কাঁসা শিল্পের ঐতিহ্য ধরে রাখতে কাঁচামালের দাম কমানো, সহজ শর্তে ব্যাংক ঋণসহ আনুষাঙ্গিক সহায়তা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা।

কাঁসার বাসনপত্র তৈরিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারসহ শিল্পের প্রসারে আগ্রহী হচ্ছেন অনেকেই। এ খাতের কাজের সম্ভাবনা বাড়লে, দেশের বাইরেও রপ্তানী হতে পারে নিত্যনতুন কাঁসা-পিতলের সামগ্রী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি