ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৯, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। ঈদের দিন শনিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডক্টরস কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে জ্বর আসে। ওই দিন তিনি বারইপাড়ায় এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। পরদিন টাঙ্গাইল এসে প্রথমিক চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় ঈদের দিন বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি