ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কামার পাড়াগুলোতে ব্যস্ততা বেড়েছে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৪১, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদুল আজহার আগে ব্যস্ততা বেড়েছে কামার পাড়াগুলোতে। দিনরাত ধারালো অস্ত্র তৈরিতে ব্যস্ত কারিগররা। তবে, এখনো তেমন বেচাকেনা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।

হাতুড়ি  পেটানোর এমন টুং-টাং শব্দে মুখর কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকার কামারের দোকানগুলো। লোহা পিটিয়ে দিনরাত দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে ব্যস্ত কারিগররা।

ঈদুল আজহা সামনে রেখে এবার অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন এ’সব এলাকার দোকানিরা।

লোহার মান ও আকারভেদে দা, বটি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। তবে, প্রত্যাশা অনুযায়ি ক্রেতা না পাওয়ার কথা জানিয়েছেন তারা।

আর দাম বেশির অভিযোগ করেছেন ক্রেতারা।

ঈদের আগে বেচাকেনা আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি