ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কার জন্য ‘ভিলেন’ হলেন অঙ্কুশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মিমি চক্রবর্তী এবং ঋত্বিকা সেন। দুজনের প্রেমিকই অঙ্কুশ। তবে বাস্তবের নয়, পর্দায়। বাবা যাদবের আসন্ন সিনেমা ‘ভিলেন-এ এই চরিত্রেই দেখা যাবে তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভিলেন-এর ট্রেলার। সেখানেই এই গল্পের ইঙ্গিত পাওয়া গেছে।

দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। ট্রেলারে ধরা পড়ছে তার দু’রকম চেহারা। বিরতি নিয়ে যে নিজেকে গ্রুম করেছেন নায়ক, সে ইঙ্গিত ট্রেলারেই মিলছে।

অঙ্কুশ নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন তিনি। কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো সিনেমাই দরকার ছিল।

তার কথায়, ‘এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন। রমকম (রোম্যান্টিক-কমেডি) সিনেমা বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা সিনেমায় আমাকে দেখেছেন দর্শক। কিন্তু এ ধরনের কাজ আমি অনেক দিন করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। টালিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার বলতে পারেন।’

এর চিত্রনাট্য লিখেছেন রমন জানওয়াল। কনসেপ্টও তার। কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টালিউডে নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন বাবা যাদব।  

সব কিছু ঠিক থাকলে আগামী ১২ অক্টোবর মুক্তি পাবে ‘ভিলেন’।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি