ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

কারাগার থেকে মুক্তি পেলেন বুশরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ১০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আমাতুল্লাহ বুশরা। 

মঙ্গলবার দুপুরে মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটক ত্যাগ করেন বুশরা। এসময়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি তিনি। একটি অটোরিক্সায় তিনি চলে যান।

কারা কর্তৃপক্ষ জানান, দুপুর দুইটা দশ মিনিটে মহিলা কারাগার থেকে বুশরাকে মুক্তি দেয়া হয়। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে দুই মাস আগে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করে। 

মামলার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূরউদ্দিন রানা। 

মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে ফারদিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তাধীন। আগামী ১৫ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি