ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

কাল থেকেই গাড়ি চলবে, আশা নৌমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ৩ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:১৩, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কাল থেকেই গাড়ি চলবে বলে আশা প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের টানা আন্দোলনে বাস মালিকরা যান চলাচল বন্ধ করে দিলে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এতে টানা চারদিন ধরে রাজধানীসহ সারাদেশে যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এ কথা বলেন।

শাজাহান বলেন, “আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কাল থেকে মালিক শ্রমিকরা গাড়ি চালাবে।
আমাকে বিভিন্ন মালিক এবং শ্রমিক কমিটির নেতারা যেটা জানিয়েছে, আজ রাতের গাড়িগুলো তারা চালাবে এবং কাল পরিস্থিতি অনুকূলে থাকলে পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।”

ধর্মঘট নয়, নিরাপত্তার অভাবে বাস চলাচল বন্ধ রয়েছে দাবি করে নৌমন্ত্রী বলেন, “চালকদের বিভিন্ন জায়গায় মারপিট করা হচ্ছে। সে কারণেই মালিক এবং শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন।”

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি