ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

কাল নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত জানাবে ঐক্যফ্রন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তবে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে আগামী কাল সংবাদ সস্মেলনের মাধ্যমে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত জানাবে।
 
আজ শনিবার রাত ১১টায় বৈঠক শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোববার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট তাদের অবস্থান তুলে ধরবে।

বৈঠক প্রসঙ্গে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে। নির্বাচন গ্রহণযোগ্য হোক, শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এটাই আমরা চাই।

তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের বিষয়ে আমাদের সিদ্ধান্ত আগামীকাল (রোববার) জানানো হবে। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকারের গঠন হবে সে ব্যাপারে মানুষ আশাবাদী। আমরাও নির্বাচনে যাওয়ার আশা করি।

জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে এদিন রাত সাড়ে ৮টায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মনোয়ার মন্টু, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি