ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

কাল হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ৯ মার্চ ২০২০

হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষ্যে আগামীকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ভেতরের কার্যক্রমসহ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আগামীকাল মঙ্গলবার ভারতের হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি)। এউপলক্ষ্যে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখার সিন্ধান্তের কথা পত্র মারফত জানায় ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন। সে মোতাবেক আগামীকাল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে। 

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি সেকেন্দার আলী জানান, আগামীকাল মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রি পারাপার স্বাভাবিক থাকবে।

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি