ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা-সিলেট মহাসড়কেকিশোরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারী।

রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব থানার ওসি মুখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহত কনস্টেবল আরিফুর রহমান কিশোরগঞ্জের ব্রিজঘাট পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ খাগঢহর ঘন্টিবাজার এলাকার বাসিন্দা। আহত ডালিম এনা পরিবহনের শ্রমিক ও জেলার বাজিতপুর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখলেছুর বলেন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে সেতু পার হওয়ার সময় পরিবহন শ্রমিক ডালিমকে গতিরোধ ছিনতাইকারীরা। ডালিমের চিৎকার শুনে পুলিশ কনস্টেবল আরিফ ছিনতাইকারীদের ধরার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আরিফ ও ডালিমকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আরিফকে মৃত্যু ঘোষণা করেন।

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি