ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের মিঠামইনে সংঘর্ষে ৪ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের সময় চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বরদিস মিয়া (৫৫), মাসুম (৩৫), মাখন (৪২) ও রাজিব (২৮)।

জানা যায়, একই গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার দুপুরে একটি খালের বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।

মিঠামইন থানা সূত্রে জানা যায়, সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। থানার ওসি আলমগীর হোসেন জানান, প্রত্যন্ত হাওর অঞ্চলে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি