ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে তিনটি প্রকল্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৫:৪৪, ৩০ মে ২০১৭

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে তিনটি প্রকল্পের কোনো কাজ না করেই এক ইউপি মেম্বারের বিরুদ্ধে পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। কিশোরগঞ্জ থেকে সাকাউদ্দিন আহাম্মদ রাজন রির্পোট জানাচ্ছেন মাসুমা লিসা।
চলতি অর্থ বছরে মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়নের কাবিখা প্রকল্পের হেমন্তগঞ্জ বাজারের পাশে খালের পাড় থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা সংস্কারের ২ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এছাড়া টিআর প্রকল্পের আমচট্টা রাস্তা সংস্কারের ৫০ হাজার টাকা এবং আরেকটি রাস্তায় মাটি ভরাটের জন্য ৫৪ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেয়া হয়।

কিন্তু তিনটি প্রকল্পের কোনোটিরই কাজ না করে পুরো টাকা আত্মাসাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কাজ না হওয়ায় রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে কাজ শুরু করেও বন্যার কারণে শেষ করতে পারেননি বলে জানান অভিযুক্ত ইউপি মেম্বার। আর ইউপি চেয়ারম্যান বলেছেন, প্রকল্পের কাজ সঠিকভাবেই করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ।
সঠিকভাবে প্রকল্প তিনটির কাজ শেষ করার দাবি এলাকাবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি