ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কুমারখালী পৌরসভায় বছরের পর বছর ধরে পানিবন্দি()

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বছরের পর বছর ধরে পানিবন্দি থাকতে হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তিনটি ওয়ার্ডের বাসিন্দান্দের।  বাঁশের সাঁকো বা মাচার ওপর দিয়েই তাদের যাতায়াত। পানি নিষ্কাষনে এখনো কোনো উদ্যোগই নেয়া হয়নি। পৌর কর্তৃপক্ষ সব কিছু দেখেও যেন নীরব।

প্রথম শ্রেণীর পৌরসভা কুষ্টিয়ার কুমারখালী। বছরের বেশিরভাগ সময় পানির নিচেই থাকে পৌরসভার ১, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড। প্রতিবছর বর্ষা মৌসুম থেকে শীত শুরুর আগ পর্যন্তই জলাবদ্ধ এসব এলাকার মানুষ।

পানিবন্দী হয়েই দিন কাটাতে হচ্ছে এখানকার কয়েকশ’ পরিবারকে। বসতবাড়িতো বটেই, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ নানা স্থাপনায়ও জমে আছে পানি।

শহরের শেরকান্দি রেলওয়ে কালভার্টের ড্রেন বন্ধ করে মার্কেট নির্মাণ ও মাছ চাষের কারণেই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষও নীরব।

যদিও পৌর মেয়রের দাবি জলাবদ্ধতা নিরসনে চেষ্টা করছেন তারা।

শুধু কাগজে-কলমেই নয় বাস্তবিক অর্থেই প্রথম শ্রেণীর পৌরসভার সুবিধা চায় কুমারখালীর মানুষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি