ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০.৭২ শতাংশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৯৭.৪৯ শতাংশ। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। পাসের হারে এরপরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।

এ বছর কুমিল্লা বোর্ডে ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং ৭৭ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বুধবার (৮  জানুয়ারি)  দুপুরে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি