ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুমিল্লা ৭: ফের জয়ী হলেন নৌকার প্রার্থী আলী আশরাফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মো. আলী আশরাফ। এ নিয়ে পঞ্চমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এই ডেপুটি স্পিকার।

এ আসনে ৮৩টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ১৫ হাজার ৭৪৭ ভোট পেয়েছেন। ওই আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫১৫ জন। প্রসঙ্গত, এই আসনের একটি কেন্দ্র সংঘর্ষের জন্য স্থগিত রয়েছে।

রোববার রাত ৮টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া এ ফলাফল নিশ্চিত করেন।

উল্লেখ্য, অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এর আগে ১৯৭৩ সালে প্রথম বার, ১৯৯৬ সালে দ্বিতীয়বার, ২০০৮ সালে তৃতীয়, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার নির্বাচিত হন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পঞ্চমবারের মত নির্বাচিত হলেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি