ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কুমিল্লার প্রকৃতিতেও লেগেছে রঙের ছোঁয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঋতুচক্রের আবর্তনে নয়নাভিরাম ফুলের বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি। কুমিল্লার প্রকৃতিতেও লেগেছে রঙের ছোঁয়া। সড়কের পাশে, দীঘির ধারে সারি সারি গাছে শোভা পাচ্ছে নানা রঙের বাহারি ফুল। এর মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া। প্রচণ্ড দাবদাহে কিছুটা হলেও প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে এ’সব ফুল।
কুমিল্লা নগরীর বিভিন্ন প্রান্তে গাছে গাছে ফুলের অপরূপ সমারোহ। কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়ায় রঙিন হয়ে উঠেছে প্রকৃতি।
বৃক্ষপ্রেমীদের মতে কৃষ্ণচূড়া সচরাচর দেখা গেলেও রাধাচূড়া ও কনকচূড়া এখন খুব একটা চোখে পড়ে না।
কনকচূড়া ও রাধাচূড়া ছোট প্রকৃতির গাছ। রঙের পার্থক্যই ফুলগুলোকে আলাদা করেছে বলে জানালেন এই বৃক্ষ গবেষক।
নগরায়ণের কারণে কুমিল্লায় দিন দিন কমছে রঙিন এই ফুলের গাছগুলো। রঙ ছড়ানো গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নগর পরিকল্পনাবিদদের আহবান জানান এই সাহিত্যিক।
কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়ার ফুলে আলোকিত হয়ে উঠেছে প্রকৃতি। শহুরে জীবনের হাজারো ব্যস্ততার ফাঁকে ফুলের স্বর্গরাজ্য যেন প্রশান্তির দোলা দিয়ে যায়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি