ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কুমিল্লায় কর্মবিরতিতে কালেক্টরেটের ৩য় শ্রেণির কর্মচারীরা

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪০, ২০ জানুয়ারি ২০২০

পদ-পদবি পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সমিতির কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় কুমিল্লায় কর্মবিরতি শুরু করেছেন কালেক্টরেটের ৩য় শ্রেণির কর্মচারীরা। 

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। 

এ সময় বক্তব্য রাখেন, কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার সভাপতি মো. আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি সুলতান মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গত ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপে অনুমোদন দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে পদবি পরিবর্তন করে তাদের মর্যাদা বৃদ্ধি করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসক কার্যলয়, উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা তাদের পদ-পদবি পরির্তন করে প্রশাসনিক কর্মকতা করার দাবি জানিয়ে আসছিলেন। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি