ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কুমিল্লায় দেশিয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ২০ জানুয়ারি ২০২০

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মো. শাহিন আলম নামের এক ব্যাক্তি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিল। এসময় মোটরসাইকেলযোগে ডাকাত চক্রের ৩ সদস্য ওই ব্যাক্তির ওপর হামলা চালায় ও গলায় ধারালো অস্ত্র ধরে সাথে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় ওই ব্যাক্তির চিৎকারে প্রথমে স্থানীয়রা ও পরে সড়কের টহলরত হাইওয়ে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। 

পরে খবর পেয়ে আটক ডাকাতদের উদ্ধারে আরও ৮ জন ডাকাত মাইক্রোবাসযোগে ঘটনাস্থলে এসে পুলিশের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম একজন মহিলাসহ ওই আট ডাকাতকে আটক করে।

এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, মোটরসাইকেল, বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এঘটনায় আটকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

এআই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি