ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কুমিল্লায় নতুন আরও ৫০ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৯, ১৫ জুলাই ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৬১৫ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১ জন, চান্দিনায় ৪ জন, দেবীদ্বারে ৯ জন, মুরাদনগরে ৩ জন, বুড়িচংয়ে ৫ জন, বরুড়ায় ৫ জন, লাকসামে ৪ জন, চৌদ্দগ্রামে ৫ জন, আদর্শ সদরে ১ জন, লালমাইয়ে ১ জন, ও মনোহরগঞ্জ ২ জন। এ পর্যন্ত জেলায় নতুন ১ জনসহ মোট মৃত্যুবরণ করেছে ১২৩ জন।    

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৬১৫ জন আর মৃত্যুবরণ করেছেন ১২৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৪৬১৫ জনের মধ্যে নতুন ৫১ জনসহ ২৫৯০ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২০৬  জন, দেবীদ্বারে ৩৭৭ জন, মুরাদনগরে ২৭৮ জন, চান্দিনায় ২২৫ জন, লাকসামে ৩১৪ জন, চৌদ্দগ্রামে ৩২৮ জন, বুড়িচংয়ে ৩১১ জন, নাঙ্গলকোটে ২৭৮ জন, আদর্শ সদরে ১৬৮ জন, দাউদকান্দিতে ১৫৯ জন, সদর দক্ষিনে ১৫৩  জন, তিতাসে ১২৩ জন, ব্রাহ্মনপাড়ায় ৬৮ জন, বরুড়ায় ১৭৪ জন, মনোহরগঞ্জে ১৩৫ জন, হোমনায় ১৮১ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৭৯ জনসহ জেলায় মোট আক্রান্ত ৪৬১৫ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ২২৩২৪ জন ও রিপোর্ট পাওয়া গেছে ২২০৩০ জনের।
কেআই/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি