ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কুমিল্লায় পৃথক হামলায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লা নগরীর চর্থার তালতলা ও নজরুল এভিনিউ সড়কে পৃথক হামলায় ২ যুবক নিহত হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব শত্র“তার জেরে শনিবার সন্ধ্যায় দুই চাচা ও চাচাতো ভাইয়েরা ঘরে ঢুকে সানি নামে এক যুবককে বুকে ও পিঠে রড দিয়ে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে সানির মৃত্যু হয়। এদিকে, কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাজাদাকে কুপিয়ে আহত করে সহপাঠীরা। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় শাহাজাদার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি