ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:১২, ১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নূরীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দর হাজারি গণমাধ্যমকে বলেন, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। নূরীতলা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের সাত যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি