ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কুমিল্লায় সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০, ১৮ জানুয়ারি ২০২০

কুমিল্লায় নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে র‌্যাব- ১১ এর সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কার্যালয়ে কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘সংঘবদ্ধ ডাকাত সদস্যরা বিভিন্ন জেলায় প্রথমে হকার সেজে মার্কেটের আশে-পাশে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা মোবাইল বিক্রির ও বিকাশের দোকানে ডাকাতি করে। এর আগে ঢাকার আশুলিয়ার নবীনগরের একটি মার্কেটে ডাকাতির কথা স্বীকার করে তারা।

এর আগে চাল বোঝাই ট্রাক ডাকাতিকালে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শুক্রবার গভীর রাতে মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ডাকাতির সময় ট্রাক চালকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ডাকাতদের আটক করে। পরে পুলিশের হাতে ডাকাতদের তুলে দেয় স্থানীয় জনতা।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি