ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কুমেকে নতুন করে ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১০ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:০১, ১০ আগস্ট ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী, বাকিরা পুরুষ। আজ সোমবার সকালে হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ‘মৃতরা সবাই করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তিনজন আইসোলেশনে ও দুইজন আইসিইউতে মারা যান।’
হাসপাতালের দেয়া তথ্যমতে আইসোলেশনে থেকে মারা যান কুমিল্লার বরুড়ার তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের নজরুল ইসলাম (৫৫) ও লালমাইয়ের মাসুদা বেগম (৮০)। আর আর আইসিইউতে লাকসামের লাল মিয়া (৬৫) ও সদর দক্ষিণের আবদুল করিম (৭০)। 

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। এতে বর্তমানে ভর্তি রয়েছেন ১৩৮ জন। এর মধ্যে আইসিইউতে ৯ জন। 
এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি