ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কুষ্টিয়ায় গৃহবধু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৬, ২৬ আগস্ট ২০২০

কুষ্টিয়ায় গৃহবধু হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

বুধবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের ছাগরত আলী মোল্ল্যার ছেলে মোঃ কলম মোল্যা।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের গৃহবধু পারুল খাতুনকে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামি। এই এ ঘটনায় নিহতের  পিতা হাবিল শেখ বাদি হয়ে দৌলতপুর থানায় কলম মোল্ল্যা ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত মোঃ কলম মোল্যা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক আছেন। 

এদিকে, মামলার অপর আসামী আসামী লিপি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে খালাস দিয়েছেন আদালত।  

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি