ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কুষ্টিয়ায় বাস পুকুরে পড়ে আহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১২, ১ অক্টোবর ২০১৭

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকায় একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর বাটিকামারা সরকারি মৎস্য হ্যাচারির সামনে আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে বাসটির ১৭ জন যাত্রী আহত হন। তাঁরা হলেন মনির হোসেন (২৫), আমানত আলী (৫০), আলম হোসেন (২৮), ফরিদা খাতুন (৩০), আবদুর রহমান (৬০), সাইদুল ইসলাম (৩৫), গোলাম নবী (৫০), মাহমুদুল কবির (৩০), তরুন (৪৫), সিরাজুল ইসলাম (৩০), রাব্বি (৭), মেরিনা খাতুন (৩০), আবদুল কাদের (২৮), পলাশ (২৫), রফিকুল ইসলাম (১৮), মিঠুন (৪২) ও তাজেম আলী (৩৫)।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী ওই বাসটি স্বাভাবিক গতিতেই কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। মৎস্য হ্যাচারির সামনে পৌঁছার পর বিকট শব্দ হয়ে সামনের একটি চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ১৭ জনকে ওই হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি