ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কৃষক মরলে ২ লক্ষ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ৩১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:২৮, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নতুন বছর নতুনভাবে বরণ করতে চাই সবাই। তবে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরকে স্বরণীয় রাখতে চায় অন্যভাবে। নতুন বছরে রাজ্যের কৃষকদের জন্য আরও দুটি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষক বা ক্ষেতমজুর মারা গেলে পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা সাহায্য করবে। সেই সঙ্গে আগামী বছর থেকে কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এবিষয়ে তিনি জানান, আগামী বছর থেকে কৃষকরা একর প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। দুই কিস্তিতে এই টাকা কৃষকদের দেওয়া হবে।

তাঁর অভিযোগ, কৃষিবিমার আশি শতাংশ টাকাই দেয় রাজ্য সরকার, আর বাকি ২০ শতাংশ ব্যয়ভার বহন করে কেন্দ্র। অথচ প্রচার করা হচ্ছে, কৃষিবিমার পুরো টাকাই দিচ্ছে মোদি সরকার। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রের দয়ার কোনও প্রয়োজন নেই। কৃষকদের পাশে মা-মাটি-মানুষের সরকার ছিল, আছে এবং থাকবে।

তিনি বলেন, এ রাজ্যে প্রায় ৭২ লক্ষ কৃষক ও ক্ষেতমজুর বসবাস করেন। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যদি কোনও কৃষক বা ক্ষেতমজুর মারা যান, তাহলে তাঁর পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে কৃষিদপ্তর। সেক্ষেত্রে মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক, তা দেখা হবে না। শুধু তাই নয়, প্রতি এক একর জমিপিছু চাষের জন্য বছরে দু”দফায় পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্যও পাবেন কৃষকরা। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের মুখে মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদেরই হাতিয়ার করতে চাইছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তাই নয়া বছরের শুরুতেই কৃষকদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করে দিলেন তিনি। এ রাজ্যে ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র সংবাদ প্রতিদিন/ টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি