ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

‘কেউ কেউ হাঁচি-কাশি হলেও বিদেশে চিকিৎসা নিতে যান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ কেউ তো সামান্য হাঁচি-কাশি হলেই চিকিৎসার জন্য বিদেশ যান, তারা যাক এতে কোনো সমস্যা নেই। তারা গেলে আমার দেশের সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবেন। কারণ তারা বিদেশে চিকিৎসা নিতে গেলে দেশের হাসপাতালের একটি সিট খালি হবে। এতে সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবেন। সাধারণ মানুষের চিকিৎসা দিতে হবে।

আজ রোববার সন্ধ্যায় গণভবেন চিকিৎসকদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশে ব্লাড ব্যাংক খুলেছিলেন। তার আগে বাংলাদেশে কোনো ব্লাড ব্যাংক ছিল না।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি বিভাগে আমরা একটা করে মেডিক্যাল কলেজ করে দিবো। যদি আমরা আবার ক্ষমতায় আসতে পারি।
এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসমসহ চিকিৎসক পরিষদের নেতারা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি