ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কেউ মাইনরিটি নয়, সংবিধান সেই সুরক্ষা দিয়েছে: প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সাম্প্রদায়িক শক্তি যেন কোনভাবেই মাথা চাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে স্বরস্বতী পূজার বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

প্রধান বিচারপতি বলেন, দেশের সকল নাগরিক এক, এখানে কেউ মাইনরিটি না, সংবিধান আমাদের সেই সুরক্ষা দিয়েছে। সাম্প্রদায়িক শক্তি যেন কোনভাবেই মাথা চাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। 

দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।  তিনি বলেন, ধর্মের বাণী ধারণ করে আমরা সৎ থাকব, আমরা দুর্নীতির কাছে যাব না, আমরা মানিলন্ডারিং করব না। আমরা সব ধর্মের মানুষ মিলে এই দেশকে গড়ে তুলব। 

একই সঙ্গে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ব্যয় সংকোচন করে চলার কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আমরা ব্যয় সংকোচন নীতি অনুসরণ করব, আমরা মিত্যবায়ী হব।

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি