ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার কেন্দ্রীয় কারাগারের হাজতি শফিকুল ইসলাম (৫০) ও কয়েদি শহিদুল ইমলাম বুলবুল বাবুল (৪৮) নামে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শফিকুলকে কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর কয়েদি শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারারক্ষী আবদুল কাদের জানান, শফিকুল ইসলামের বাবার নাম মৃত কফিল উদ্দিন। 

কয়েদি শহীদুল ইসলামের মৃত্যুর বিষয়ে কারারক্ষী মো. আলআমিন জানান, গত ২১ সেপ্টেম্বর কারাগার থেকে ঢাকা মেডিক্যালের ২১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শহিদুল ইমলাম বুলবুল বাবুলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি